উত্তরদিনাজপুর

পুনর্নিবাচন রায়গঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথে

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার নির্বাচন ছিল ১৪ মে ভোটের দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা এদিন ভোট গ্রহণের সময় চলে বোমাবাজি, গুলি ও মারধর, ভেঙ্গে দেওয়া হয় এভিএম। এরপর রাজ্য নির্বাচন কমিশন রায়গঞ্জ পৌরসভার নম্বর ওয়ার্ডের মিলোনপাড়া দ্বাড়িকানাথ প্রাথমিক বিদ্যালয়ে ২২ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেন এই বুথে ইভিএম মেসিন ভাংচুর করা হয় তাই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয় এদিন ভোট কেন্দ্রে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে কোন রকম গণ্ডগোল এরাতে রবিবার ভোটের দিনের তুলনায় পুলিশ প্রহরা বেড়েছে এদিন সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়েছে ভোট গ্রহণ কেন্দ্রে তবে আজ বিরোধীদের কোনও পোলিং এজেন্টকে বুথে দেখা যায়নি প্রসঙ্গত, নম্বর ওয়ার্ডের জোটের কংগ্রেস প্রার্থী হলেন বিপ্লব ঘোষ [ পাপ্পু ], BJP প্রার্থী উজ্জ্বলকুমার দাস, তৃণমূল প্রার্থী পুষ্পা মজুমদার

ভোটদাতারা ভোট দিতে এসে জানান, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে  ১৪ তারিখের তুলনায় আজ শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন ভোট দিতে এসে কোন রকম অসুবিধার সন্মুখিন পরতে হয়নি তাদের।